সকল মেনু

ফিফা ব্যালন ডি’অরে চোখ রিবেরির

3খেলাধূলা ডেস্ক : গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে অসামান্য অবদান রাখায় নিজেকে ফিফা ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার মনে করেন র্ফ্যাঙ্ক রিবেরি। ফরাসি এই উইঙ্গার মনে করেন, এবার যদি তিনি এই স্বীকৃতি না পান তাহলে জীবনে আর কখনোই পাবেন না।
ক্লাব সতীর্থ টমাস মুলার, আরিয়েন রোবেন এবং মারিও মান্দুজুকিকের সঙ্গে এ বছরের উয়েফা সেরা খেলোয়াড়ের দশজনের সংক্ষিপ্ত তালিকায়ও মনোনীত হয়েছেন রোবেন। তবে শুধু ইউরোপের সেরা নয়, রিবেরির মতে ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়ার জন্যে প্রয়োজনীয় সবকিছুই তিনি করেছেন।
লক্ষ্যপূরণে আত্মবিশ্বাসী ও আশাবাদী রিবেরি বুন্দেসলিগার অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, আমার মনে হয়, বিশ্বসেরা খেলোয়াড় হতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমি করেছি। গত মৌসুমে আমি খুব, খুব ভালো খেলেছি। তাই এই পুরস্কার এবার জিততে না পারলে আর কখনোই পারবো না। এর চেয়ে ভালো খেলা আমার পক্ষে সম্ভব নয়।
২০১২-১৩ মৌসুমে ৩০ বছর বয়সী এই তারকা বায়ার্নের হয়ে মোট ৬০ ম্যাচ খেলে ১৬টি গোল করার পাশাপাশি ২৪টি গোল করিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top