সকল মেনু

‘ এবার যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত প্লট বাতিল’

montri1468401736 নিজস্ব প্রতিবেদক :এবার যুদ্ধাপরাধীদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যেসব প্লট বরাদ্দ দিয়েছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণপূর্তমন্ত্রী এ কথা জানান। বিএনপি সরকারের আমলে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

যাদের প্লটের বরাদ্দ বাতিল হয়েছে, সেই যুদ্ধাপরাধীদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী তো অনেকেই আছে। যাদের নামে আছে সবগুলো আমরা নিয়ে নিচ্ছি।’

তিনি বলেন, ‘তারা প্লট যদি ডেভেলপারকে দিয়ে দেয়, ডেভেলপারের অংশ ডেভেলপার নিয়ে নেবে। আর বাকি অংশ সরকার নিয়ে নেবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top