সকল মেনু

কুড়িগ্রামের রাজারহাটে মানব বন্ধন

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ জাতীয় করনের দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলা শহরের সোনালী ব্যাংক চত্তরে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন কলেজে অধ্যক্ষ শফিকুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দি বাপ্পী, ম্যানেজিংক কমিটির সদস্য সোলায়মান আলী প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার পরও জাতীয় করন করা হয়নি। অথচ মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ জাতীয় করন না করে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজকে জাতীয় করন করা হয়েছে। অনতিবিলম্বে রাজারহাটের ঐতিহ্যবাহী মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজটি জাতীয় করনের দাবী জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top