সকল মেনু

ট্রাইব্যুনালের সামনে মুক্তিযোদ্ধা সংসদের মিছিল

tribunal-badal-bg20130715030306স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: গোলাম আযমের ফাঁসি না হওয়ায় ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে গোলাম আযমের ফাঁসি না হওয়ায় তারা এ মিছিল করে।এর আগে, রায় ঘোষণার শুরুর দিকে এ সংগঠনটি মিছিল ও মানববন্ধন করে ফাঁসি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল।সংগঠনটির মহাসচিব এমদাদ হোসেন মতিন হটনিউজকে বলেন, ‘সবগুলো অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও তার ফাঁসি না হয়ে ৯০ বছরের কারাদণ্ড একটি প্রহসন ছাড়া আর কিছুই না। আমরা মুক্তিযোদ্ধারা শুধু নয়, দেশের কোনো জনগণ এ রায় মেনে নেবে না।’রায় পুনর্বিবেচনা করা উচিত বলেও মনে করেন তিনি।বেলা ১১টার দিকে সংগঠনের সভাপতি মেহেদী হাসান বলেছিলেন, ‘আমাদের সংগঠনের একটিই দাবি- সকল রাজাকারের ফাঁসি। গোলাম আযম ছিলেন পাকিস্তানিদের অঘোষিত জেনারেল। তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির সভাপতি ছিলেন।’তিনি আরও বলেন, ‘গোলাম আযম দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের পক্ষে প্রচারণা চালিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। শুধু রাষ্ট্রদ্রোহিতার কারণেই তার ফাঁসি হওয়া উচিত। আরও অন্যান্য অপরাধ তো আছেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top