সকল মেনু

বিচার চাইলেন স্কুল কমিটি ও শিক্ষকরা

nator-map1মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে :নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেনকে স্থানীয় আওয়ামী লীগের এক সাবেক নেতা স্কুলের সামনে লোকজন নিয়ে তাকে মারপিট করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ায় আদালতে মামলা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগের সাবেক নেতা আলা উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবী করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকরা। জিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বাদী হয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলায় বলা হয়, স্থানীয় বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলা উদ্দিন প্রধান শিক্ষকের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে না চাওয়ায় গত শনিবার দুপুরে স্কুল ছুটির পর স্কুলের সামনে আলাউদ্দিন তার লোকজন নিয়ে প্রধান শিক্ষককে মারপিট করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়। আহত প্রধান শিক্ষক মামলা করতে বাগাতিপাড়া থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে আপোষ করার পরামর্শ দেয়। পরে তিনি রোববার আলা উদ্দিনসহ ৫জনের বিরুদ্ধে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। সোমবার দুপুরে নাটোরে এসে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য আলিম উদ্দিন, বর্তমান সভাপতি আব্দুল হাকিমসহ কমিটির সকল সদস্য ও স্কুলের সকল শিক্ষকবৃন্দ অভিযুক্তদের বিচারের আবেদন জানিয়েছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top