সকল মেনু

সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে সিরাজগঞ্জে শোভাযাত্রা

ছবি: হটনিউজ২৪বিডি.কম।
ছবি: হটনিউজ২৪বিডি.কম।

সিরাজগঞ্জ প্রতিনিধি: অসাম্প্রদায়িক চেতনা হারিয়ে যেতে দেব না এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি মানবাধিকার নাট্য পরিষদের সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী মোমবাতি প্রজ্জলন করে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা মানবাধিকার নাট্য পরিষদ শহীদ নাজমুল চত্বর প্রেসক্লাবের সামনের থেকে মোমবাতি মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলপুর্বে মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আবু মাসুদ সিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও সিরাজগঞ্জ পথ নাটক পরিষদের আহবায়ক আশরাফুল ইসাম চৌধুরী জগলু,সম্মিলিত সাংস্কৃতি জোটের জাতীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল,সিরাজগঞ্জ সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব দিলীপ গৌর,মানবাধিকার নাট্য পরিষদের সাধারন সম্পাদক বাহার সরকার বিশাল। অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার নাট্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতা উজ্জল শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের যুগ্ন সম্পাদক রিংকু কুন্ডু,মানবাধিকার নাট্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার বিজয় ঘোষ,শামীম হোসেন,আরেফিন,সাব্বির,মিম,অয়নসহ নেতৃবৃন্দ। বক্তারা এসময় দেশের বিভিন্ন স্থানে মন্দিরের পুরোহীত কে হত্যা,গুলশানে বিদেশি নাগরিকদের হত্যাসহ দেশের সর্ববৃহৎ ঈদের নামাযের স্থান শোলাকিয়া ময়দানের পাশে জঙ্গীহামলার প্রতিবাদ জানাযয় পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানান। বক্তরা বলেন ১৯৭১ সালে ঠিক এই ভাবেই  ধর্মের দোহায় দিয়ে লাখ লাখ নিরহ মানুষ কে হত্যা করা হয়েছে। ঠিক একই কায়দায় দেশে ধর্মের দোহায় দিয়ে বর্তমান সময়ে বিদেশি নগরিক সহ রিহ মানুষ কে হত্যা করা হচ্ছে। এই জঙ্গীবাদের বিরুদ্ধে সবাই একত্র হয়ে ৭১ সালের মত কাধে কাধ মিলিয়ে প্রতিহত করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top