সকল মেনু

বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল মুন্নি

ছবি:হটনিউজ২৪বিডি.কম।
ছবি:হটনিউজ২৪বিডি.কম।

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী। স্থানীয়রা জানান, উপজেলার ১নং কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নজির আহমদ এর কন্যা বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মুন্নি আক্তার (১৪) এর সাথে চরফ্যাশন উপজেলার চেয়ারম্যন বাজার এলাকার শাহজল মিয়া এর ছেলে মোঃ মাকসুদ (২৫) এর বিবাহের আয়োজন করা হয়। কথিত কনের বাড়িতে অনুষ্ঠিতব্য উক্ত বিবাহের গোপন সংবাদ পেয়ে ওই বাড়িতে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করে দেন উপজেলা নিনির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ছাত্রীর বাবা মা পালিয়ে যায়। পরে বিবাহ উপলক্ষে তৈরা করা প্যান্ডেল ভেঙ্গে ফেলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top