সকল মেনু

‘ প্রয়োজনে গুলশানে হামলা তদন্তে তিন দেশের সহায়তা’

asaduzzaman_miah1468055259 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা তদন্তে প্রয়োজনে তিনটি দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুর।

ঘটনার পর যেসব আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা এসব দেশে করা হতে পারে বলে কমিশনার জানান।

শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

কমিশনার আরো বলেন, জঙ্গি দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি প্রশিক্ষিত একটি বিশেষ ইউনিট করা হবে। এজন্য কাজ শুরু হয়েছে। জঙ্গি দমনে পুলিশ কোনোভাবেই পিছপা হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top