সকল মেনু

হামলার পূর্বে গুলশানে তথ্য ছিল না : আইজিপি

IGP_Shahidul_Haque1467535096নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম :  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনা আগে থেকে জানা ছিল না। জানলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিত।

রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের দেখে ফেরত যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হামলার ব্যাপারে সাইট ইন্টেলিজেন্স-এর অগ্রিম পোস্টের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, ‘টুইটার বার্তায় জঙ্গিরা এ হামলার কথা আগেই বলেছিল কি না, তা আমরা জানতাম না। এটি সংঘবদ্ধ জঙ্গিগোষ্ঠীর হামলা এবং জঙ্গিরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, গুলশানে যৌথ বাহিনীর অভিযানে নিহত সন্ত্রাসীরা সবাই জেএমবির সদস্য। তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকলেও থাকতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top