সকল মেনু

সিরিয়ান বিমান বাহিনীর বিমান ভূপাতিত

6d6e6030313ca84f12d00e694baa8ec7-577737627da45আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, সিরিয়ান বিমান বাহিনীর একটি বিমান ভূপাতিত করেছে তারা। বিমানের চালককে হত্যা করা হয়েছে বলেও দাবি করে তারা।

জায়শ আল-ইসলাম ও আহরার আল-শাম নামের দুই শীর্ষ বিদ্রোহী দল গত বছর এক যৌথ পাটাতনে আসে। এই দুই দলই দাবি করেছে, বিমানটিকে ভূপাতিত করা হয়েছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ধসে পড়েছে বিমানটি।

আরও পড়ুন: ইরাকের মসুলে ‘ইসলামিক স্টেটের দুই নেতা নিহত’

সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, সিরিয়ান বিমান বাহিনীর একটি বিমান ভূপাতিত করেছে তারা। বিমানের চালককে হত্যা করা হয়েছে বলেও দাবি করে তারা।

জায়শ আল-ইসলাম ও আহরার আল-শাম নামের দুই শীর্ষ বিদ্রোহী দল গত বছর এক যৌথ পাটাতনে আসে। এই দুই দলই দাবি করেছে, বিমানটিকে ভূপাতিত করা হয়েছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ধসে পড়েছে বিমানটি।

আরও পড়ুন: ৬ বছরে মার্কিন বিমান হামলায় নিহত বেসামরিকের সংখ্যা মাত্র ১১৬!

দুই বিদ্রোহী দলের মধ্যে অপেক্ষাকৃত বড় দল জায়শ আল-ইসলাম অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, বিমান থেকে বের করে বন্দি করা হয়েছে চালককে।

সেই ভিডিওটিতে বিমান চালকের একটি সাক্ষাৎকারও যুক্ত করা হয়েছে। তা থেকে জানা যায় ওই চালকের নাম নওরাস হাসা, তিনি ১৬ বছর ধরে বিমান চালকের দায়িত্ব পালন করছেন।

এরপর বিমান চালকের মৃতদেহের ছবি পোস্ট করে ওই দল।

জায়শ আল-ইসলাম ও আহরার আল-শামের সঙ্গে যোগ দিয়েছে জাবাত আল-নুসরা। জায়শের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আল-কায়েদা সংশ্লিষ্ট জাবাত আল-নুসরাই ওই চালককে আটক করে। বন্দি বিমান চালককে হস্তান্তর করার কথা থাকলেও তারা তাকে মেরে ফেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top