সকল মেনু

শিক্ষক হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

khaledsaifullah-290x181হটনিউজ২৪বিডি.কম : কলেজ শিক্ষক হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারীকে’ ঢাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলছেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম খালিদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার রাতে ডেমরা এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট খালেদকে গ্রেপ্তার করে।

“সে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী।”
মাদারীপুরে সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপনকে গত ১৫ জুন কুপিয়ে হত্যার চেষ্টা হয়।

ওই সময় জনতার হাতে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম তিন দিন পর পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

ফাহিমের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই হামলার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফাহিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হিযবুত তাহরীরের কর্মীরা দেশে ‘সফট টার্গেট হত্যা মিশনে’ নেমেছে।

ডেমরায় গ্রেপ্তার খালিদ সাইফুল্লাহও ওই সংগঠনের জড়িত কি না- সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দেননি উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top