সকল মেনু

ব্রেক্সিটের প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে

brexit-uk-lea-290x160হটনিউজ২৪বিডি.কম : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন সরে দাঁড়ালেও আগামীতে ব্যাবসা-বাণিজ্যে বাংলাদেশের জন্য এর কোনো প্রভাব পড়বে না বলে মত দিয়েছেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স।

বুধবার (২৮ জুন) বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মত দেন। থমাস প্রিন্স বলেন, আমি মনে করি ব্রেক্সিটের প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে। ইইউর দেশগুলোর সঙ্গে আগের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড চললেও, প্রয়োজনে ইংল্যান্ডের সঙ্গে সমঝোতা করে নেবে বাংলাদেশ।

এদিকে, পণ্য পরিবহন (কার্গো) ব্যবস্থাপনার মাধ্যমে ফ্রান্সেও পণ্য যেতে এই ব্রেক্সিটের কোনো প্রভাব পড়বে না। ইইউ থেকে বের হলেও ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যের বিষয়ে ভবিষ্যতে সমঝোতার সুযোগ সব সময়ই বাংলাদেশের রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top