সকল মেনু

৪০০ অটোচালকের টাকায় হচ্ছে সিনেমা

auto-drivers1467102809-290x181বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : একটি সিনেমা দর্শকের সামনে হাজির করতে অনেক টাকার প্রয়োজন হয়। প্রযোজকরা সেই অর্থ লগ্নি করেন। সাধারণত এ কাজটি করে থাকেন ব্যবসায়ী অথবা বিত্তশালী ব্যক্তিরা। প্রথমবারের মতো সিনেমায় প্রযোজনা করছেন অটোচালকরা।

আরজিভি শিরোনামের কন্নড় সিনেমার জন্য অর্থ লগ্নি করছেন তারা। ৪০০ জন অটোচালক ১০ হাজার থেকে শুরু করে ২ লাখ রুপি সিনেমাটিতে লগ্নি করছেন।

তাই বলে ভাববেন না সিনেমাটি কম বাজেটে তৈরি হচ্ছে। শুধু অভিনয়শিল্পীদের জন্যই সিনেমাটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি রুপি। অরু গৌড়া এবং সুধা বেলাওয়ারি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এছাড়া সিনেমাটির সংগীত পরিচালনা করছেন কৌশিক হার্শা।

এভাবে সিনেমা তৈরির ভাবনা এসেছে অভিনেতা নাগরাজের মাথা থেকে। তিনি ‘অটো নাগরাজ’ নামেও পরিচিত। তিনি তার সকল বন্ধুদের একত্রিত করেছেন এবং ৪০০ অটোচালক সিনেমাটিতে অর্থ লগ্নি করতে উৎসাহিত হয়েছেন।

এ সম্পর্কে নাগরাজ বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে অটো চালাই। আমার ইচ্ছে অভিনেতা হওয়ার। এ জন্য অনেক সিনেমা ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং কয়েকটি সিনেমাতে কাজ করার সুযোগও পেয়েছি।’

সিনেমায় অটোচালকদের অর্থ লগ্নির ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিনিয়ত আমরা শুনে থাকি কোনো রিয়েল স্টেট ব্যবসায়ী সিনেমার প্রযোজনা করছেন অথবা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনেমার পরিচালনা অথবা অভিনয় করছেন। তাহলে কন্নড় সিনেমা মুক্তির পর যারা প্রথম সিনেমা দেখেন সেই অটোচালকরা কেন এগুলো করতে পারবে না?’

তিনি আরো বলেন, ‘এ আর শান যখন আমাকে তার সিনেমার পরিকল্পনা জানায় তার অনেক আগে থেকেই আমার অনেক অটোচালক বন্ধুর সঙ্গে সিনেমার প্রযোজনা নিয়ে আলাপ করেছি। প্রযোজক হিসেবে এখন এই তালিকায় ৪০০ জন অটোচালক রয়েছে আশা করছি, শেষ পর্যন্ত এ সংখ্যা হাজারে পৌঁছাবে।’

অটোচালকদের অর্থে সিনেমা তাই বলে কিন্তু সিনেমার বিষয়বস্তু তাদের নিয়ে নয়। সিনেমা সম্পর্কে পরিচালক এ আর শান বলেন, ‘আরজিভি একটি ডার্ক কমেডি ঘরানার সিনেমা। এই ঘরানা কন্নড় সিনেমায় নতুন। অরু এই সিনেমায় এমন একটি চরিত্রে অভিনয় করছেন যা তাকে আগে কখনো দেখা যায়নি। এটি কোনো প্রেমের গল্প নয়, আবার সংঘাতপূর্ণ গল্পও নয়। সিনেমার ষাট শতাংশ কাজ শেষ হয়েছে। এখন মূল নায়িকার দৃশ্যের কাজ বাকি রয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top