সকল মেনু

বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারী সোয়া ১৩ কোটি

mobile-user1_18299 (1)হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশ সোয়া ১৩ কোটির বেশি মানুষ এখন মোবাইল ব্যবহার করে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি বলেছে, গত মে মাসে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৩ কোটি ২৬ লাখে উন্নীত হয়েছে। আর এ সংখ্যা এপ্রিলে ছিল ১৩ কোটি ১৯ লাখ ৪ হাজার। এর মধ্যে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারী মোবাইল গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৭৩ লাখ ৯০ হাজার, বাংলালিংক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৩০ হাজার। রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৭ লাখ। এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১২ লাখ। টেলিটক ব্যবহারকারীর সংখ্যা ৪৪ লাখ এবং সিটিসেল ব্যবহারকারীর সংখ্যা ৭ লাখ ৩৫ হাজার বলে জানিয়েছে বিটিআরসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top