সকল মেনু

খালেদাসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ২৬ জুলাই

8_18273হটনিউজ২৪বিডি.কম : মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

এ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খানান সোহেল, কাযনিবার্হী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও মারুফ কামাল খান সোহেলসহ ১৯ জন পলাতক রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ওই দিন আদালত অভিযোগপত্র গ্রহণ করলে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

প্রসঙ্গত, গত ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর দারুসসালাম থানাধীন দিয়াবাড়ী নতুন রাস্তা এলাকায় নিউ ঢাকা লিংক মিনিবাসে অগ্নিসংযোগ করেন বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনায় দারুসসালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান একটি মামলা করেন।

এরপর ২০১৬ সালের ১৪ মে ঐ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রায়হানুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, কার্যনিবার্হী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়াসহ ২১ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top