সকল মেনু

যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে আলোচনা করতে হতে পারে : বাণিজ্যমন্ত্রী

tofail-290x188হটনিউজ২৪বিডি.কম : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের করণীয় নির্ধারণে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি সংস্থার সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীণ দপ্তর/সংস্থাগুলোর প্রধানরা সই করেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার কারণে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমাদের অনেক করণীয় আছে।’

‘যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে আবার আলোচনা করতে হতে পারে’ এমন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তবে যেসব সুবিধা বর্তমানে পাওয়া যায়, বিশেষত তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে তা অব্যাহত থাকবে বলেই আমার বিশ্বাস।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘বাংলাদেশ যে পরিমাণ তৈরি পোশাক রফতানি করে, এর ৫৪ শতাংশই ইইউ-তে যায়। একক রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশি পণ্যের তৃতীয় গন্তব্যস্থল।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ায় ইউরো ও পাউন্ডের দরপতন হয়েছে। পাউন্ডের দর ১১৮ টাকা থেকে ১০৩ টাকায় নেমে গেছে। আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা প্রায় তিন ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

‘এমতাবস্থায় তৈরি পোশাক খাতকে সহায়তা করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই খাতকে সহায়তা করতে হবে, যাতে এটি থমকে না দাঁড়ায়।’

তিনি আরো বলেন, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের রপ্তানির ব্যাপারে নতুন করে ভাবতে হবে। আমরা কী করে রপ্তানিকারকদের সুবিধা দিতে পারি সে ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তৈরি পোশাকের জন্য যে চ্যালেঞ্জ আছে তা মোকাবেলা করতে হবে। সম্প্রতি ভারত তাদের তৈরি পোশাক খাতকে সহায়তা দিতে ৬ হাজার কোটি টাকা নগদ সহায়তা দেওয়ার প্যাকেজ ঘোষণা করেছে। এর প্রভাবও দেশে পড়তে পারে।

প্রসঙ্গ: চিনি নিয়ে কারসাজি
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ চিনি নিয়ে বোধ হয় কিছু কারসাজি হয়েছে। পত্র-পত্রিকায় লেখালেখি হচেছ। আবার কোন কোন রিপোর্ট সঠিকও নয়। মিল গেটে চিনি ৪৮ টাকা। সব মিলে ৬০ টাবার বেশি হওয়ার কথা না। তবে চিনি ছাড়া বাজারে অন্যসব পণ্যমূল্য স্থিতিশীল রয়েছে’ বলে দাবি করেন তিনি।

লবন আমদানি করা হবে
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে লবনের সংকট নেই। তারপরও আমরা দেড় লাখ টন লবন আমদানির সিদ্ধান্ত নিয়েছি। এর অর্ধেক হচ্ছে শিল্পখাতের জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top