সকল মেনু

বগুড়ায় ডিবির অভিযানে আন্তজেলা ছিনতাইচক্রের ৩ জন গ্রেফতার

বগুড়া অফিস: বগুড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তজেলা ছিনতাই চক্রের প্রধান আনিছসহ তিন সদস্য গ্রেফতার হয়েছে। images (2)পুলিশ ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করেছে।এরা হলো, পুটুয়াখালির বাউফল নিমাদি বাদলপুরের ইউসুফ আলী হাওলাদারের ছেলে ছিনতাইকারী আনিছ হাওলাদার (৩০), একই উপজেলার বিলভিলাস এলাকার মৃত বারেক মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৫) ও শরিয়তপুরের জজারিয়ার সর্দারকান্দির আলফাস উদ্দিনের ছেলে নান্নু(৩০)। জানা যায়, চলতি বছরের পহেলা ফেব্রয়ারি বগুড়ার শেরপুরের শান্তিনগর থেকে একাটি সিএনজি ছিনতাই হয়। ওই ঘটনায় ডিবি পুলিশের এসআই শাহিন চৌধুরি সিএজি উদ্ধারে মাঠে নামে। এর আগে তিনি কৌশলে দুই হাজার টাকা এসএ পরিবহনে পাঠিয়ে সিএনজি ক্রয়ের জন্য কামাল ও জামাল নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তী অনুয়ায়ি শনিবার দিবাগত রাতে এসআই শাহিন চৌধুরী ও এএসআই মাহবুব ফোর্সসহ ঢাকা থেকে আন্তজেলা ছিনতাই চক্রের প্রধান আনিছসহ তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতা আন্তজেলা ছিনতাই চক্রের সদস্য হিসাবে পুলিশের কাছে স্বীকার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top