সকল মেনু

অগ্রগতি হয়েছে হত্যাকারী শনাক্তে- বাবুল আক্তার

imagesনিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকারীদের শনাক্তে অগ্রগতি হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপিসহ গোয়েন্দারা তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। হটনিউজ২৪বিডি.কমকে এসব কথা বলেছেন এসপি বাবুল আক্তার।

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা ১২ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদে থাকার পর রাজধানীতে বাসায় ফিরে আসেন তিনি।

এরপর হটনিউজ২৪বিডি.কম’র সঙ্গে আলাপকালে বাবুল আক্তার বলেন, স্ত্রী হত্যার মামলায় চারজন আসামিকে ধরা হয়েছে। মামলার বাদী হিসেবে তাদের সঙ্গে কথা বলার জন্যই আমি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যাই।

খুনিদের শনাক্ত করার জন্যই ছিলো ওই জিজ্ঞাসাবাদ।

এর আগে শুক্রবার রাতে খিলগাঁও থানার একটি দল রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বাবুল আক্তারের শ্বশুরের বাসা থেকে তাকে নিয়ে যায়।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top