দিলীপ গৌর সিরাজগঞ্জ:জামায়াত ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমীর অধ্যাপক গোলাম আযমের মুক্তির দাবিতে আগামীকাল সারাদেশে জামায়াত ইসলামীর ডাকা সকাল সন্ধা হরতালের সমর্থনে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
আজ (রবিবার) বেলা সোয়া ৩টার দিকে জামায়াতের সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারী আবু জাফর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের এসএস রোডের বড় বাজার থেকে শুরু হয়ে বুলবুল ওয়েল মিলের গলিতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।