সকল মেনু

বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক সাইফুল

buet_17315হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। আগামী ৪ বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই নিয়োগ দেন।

২০১৪ সালে ১৩ সেপ্টেম্বর বুয়েটের বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক খালেদা ইকরাম। গত ২৪ মে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে তিনি মারা গেলে এই শীর্ষ পদটি শূন্য হয়।

খালেদা একরামের মৃত্যুর পর বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন জেবুন নাসরীন আহমেদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক সাইফুল খালেদা একরামের স্থলাভিষিক্ত হলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top