সকল মেনু

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে সহায়তা করবে সরকার

1_17230হটনিউজ২৪বিডি.কম : গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল রাজমনি ঈশাখাঁতে এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে সরকার সর্বাত্মক সহায়তা করবে।’

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব তথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম, বাংলাদেশ।

সভায় শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি। বাঙালির জাতির ইতিহাসে বঙ্গবন্ধু এক মহাকাব্য, একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে নিয়ে ইতোমধ্যে অসংখ্য কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি নির্মিত হয়েছে। কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে এত বেশি কবিতা, কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, নাটক, স্বল্পদৈঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি নির্মাণের ঘটনা পৃথিবীতে বিরল। এখন বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হলে এটি হবে জাতি জন্য সব চেয়ে বড় উপহার।’

তিনি আরো বলেন, ‘সরকার দেশীয় মেধাসম্পদ ও উদ্ভাবকের স্বার্থ সুরক্ষায় সচেষ্ট। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। এ শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া অব্যাহত আছে এবং থাকবে।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- পোশাক শিল্প মালিকদের সর্ববৃহৎ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মদ, আবদুল মোমেন গ্রুপের ডিএমডি মাঈদুদ্দিন মোমেন, শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক সফি কামাল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top