সকল মেনু

যশোরের মেয়ে রিতুর সাফল্য

e8ef88ad-c426-42d6-97fc-08c9166cff7bযশোর প্রতিনিধি: যশোরের মেয়ে কানিজ ফাতেমা রিতু স্পেশালাইজড কোর্স ইন ক্লিনিক্যাল সোস্যাল ওয়ার্ক পরিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। এর আগে সে এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স ও মাষ্টার্স পরিক্ষায় ১ম শ্রেণিতে পাশ করেন। তিনি যশোর সদরের রামনগর রাজারহাট গ্রামের বাসিন্দা ও ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রাশেদ খান ও এলিদা খানমের একমাত্র মেয়ে। ভবিষ্যাতে রিতু মনোরোগ চিকিৎসক হিসেবে দেশের স্বাস্থ্য সেবায় অবদান রাখতে চান। তিনি সকলের দোয়া প্রার্থী। বর্তমানে তিনি “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে” সাইকোথেরাপী ইন্টারশিপ কোর্স এ অধ্যায়নরত।
উল্লেখ্য. ঢাকা ইডেন কলেজ থেকে মনোবিজ্ঞান বিভাগ থেকে অনার্স পরিক্ষায় সারা দেশের মধ্যে মেধা তালিকায় ৪র্থ স্থান এবং মনোবিজ্ঞান বিভাগ থেকে মাষ্টার্স পরিক্ষায় মেধা তালিকায় ৩য় স্থান লাভ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top