সকল মেনু

সংসদ সদস্যরা চাইলে প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন: গণপূর্তমন্ত্রী

3_16800হটনিউজ২৪বিডি.কম : আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘ সংসদ সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে গণপূর্তমন্ত্রী সহজ শর্তে সংসদ সদস্যদের ফ্ল্যাট নেয়ার প্রস্তাব করেন।
এসময় গণপূর্তমন্ত্রী বলেন, ‘রাজউকের অধীনে প্রায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। সহজ শর্তে এসব অ্যাপার্টমেন্ট গ্রহণ করা যাবে। যেসব সংসদ সদস্য জমি চাইছেন, তারা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নিন।’

মন্ত্রীর এই প্রস্তাব নো নো বলে সমস্বরে প্রতিবাদ করেন উপস্থিত সংসদ সদস্যরা। তারা প্লট দাবি করেন।

এ সময় কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করে দেন মন্ত্রী। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে আবার বক্তৃতা শুরু করে মন্ত্রী বলেন, প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। চাইলে সংসদ সদস্যরা ফ্ল্যাট-প্লট দুটোই নিতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top