সকল মেনু

এসডিএফ’র কর্তৃক মতবিনিময় সভা

d6f973f8-7f79-4d26-a448-4cf0a4a9863c ডাঃ জি এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান । সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কুড়িগ্রাম জেলা অফিস কর্তৃক আয়োজিত ‘জীবিকায়ন বিষয়ক মতবিনিময় সভা’, অদ্য ১৯.০৬.২০১৬ ইং তারিখে কুড়িগ্রাম হোটেল অর্ণব প্যালেস এর স¤েœলন কক্ষে অনুুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ এনামুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মোস্তফা, টীম লিডার-২য় প্রজ¤েœর সংগঠন, এসডিএফ, খুলনা অঞ্চল । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসডিএফ গ্রামের অবহেলিত নারীদের ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের অসহায় মানুষদের সংগঠিত করে তাদের দক্ষ করে আয় বৃদ্ধি মূলক কাজে নিয়োজিত করায় প্রকল্প এলাকায় সামাজিক শান্তি বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারের সহায়ক শক্তি হিসেবে এসডিএফ-এর ভূমিকা প্রসংশনীয়। বিশেষ অতিথি বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজে সর্বদায় তাদেরকে সহযোগিতা করে যাব। অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা বলেন, এসডিএফ বাংলাদেশের ২২টি জেলায় কাজ করছে ,তার মধ্যে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলায় (সদর, ভূরুঙ্গামারী ও রাজারহাট) দারিদ্র বিমোচনের জন্য মোট ১৯০টি গ্রামে কাজ করছে। তিনি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আপনাদের সেবা এবং সহযোগিতা অব্যাহত থাকলে ‘নূতন জীবন’ প্রকল্পের উপকারভোগীদের গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং ন্যায্যমূল্যে বাজারজাতকরণ সহজতর হবে। এসডিএফ এর কর্ম এলাকায় ‘নূতন জীবন’ প্রকল্পের উপকারভোগীদেরকে বিভিন্ন ধরনের সেবা নিশ্চিতকরণ ও তাদের গুণগতমান সম্পন্ন পণ্য উৎপাদন এবং উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বাজারজাত করে অধিক মুনাফা অর্জন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পের সঙ্গে যুক্ত গ্রাম সমিতি এবং কমিউনিটি সোসাইটির নেতৃবৃন্দ, সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের নিকট কার্যকর সহযোগীতা প্রদানের আহবান জানান। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার কমিউনিটি সোসাইটির সভাপতি মোছাঃ অহিদা খাতুন, কুড়িগ্রাম জেলার মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, উপ-পরিচালক-যুব প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রাম, আরও উপস্থিত ছিলেন এসডিএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক-(লাইভলীহুড) কাজী হাসানুজ্জামান এবং জেলা কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, মোঃ মোসাদ্দেকুর রহমান এবং রাজু আহমেদ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা তরিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান, যোগেশ চন্দ্র ও রিপন চন্দ্র সরকার এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ডাঃ জি এম ক্যাপ্টেন, সাংবাদিক এম রাশেদুল ইসলাম, নয়ন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top