সকল মেনু

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়াকে পোলিও মুক্ত ঘোষণা

poleo_16397হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, এ অঞ্চল এখর পোলিও মুক্ত রয়েছে। সর্বশেষ পোলিও আক্রান্তের একটি ঘটনা ধরা পড়ে ২০১১ সালের জানুয়ারি মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।

শনিবার ডব্লিউএইচও-এর এক বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলের সবগুলো দেশের পোলিও সম্পর্কে কড়া নজরদারি এবং নমুনা সংগ্রহের বিষয়টি ভারত তেকে নিয়মিত পরিচালিত হয়। এতে বলা হয়, পোলিও ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন ব্যবস্থার যথেষ্ট কার্যকর ও ফলদায়ক হওয়ায় এবং প্রাথমিক পর্যায়ের নমুনা থেকে নির্নয় করার কারনে সমাজে রোগটি সহজে বিস্তার লাভ করে না। খুব কম ক্ষেত্রেই পোলিওর টিকা কার্যকারিতা ব্যর্থ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top