সকল মেনু

৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

1-37-290x160হটনিউজ২৪বিডি.কম : আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের ৪০টি রাজনৈতিক দলকে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ জুন) ইসির সহকারী সচিব রওশন আরা দলগুলোর সম্পাদকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) -১৯৭২ অনুযায়ী, বিগত পঞ্জিকা বছর অর্থাৎ ২০১৫ সালে কোন খাতে কত টাকা আয়-ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য ইসি নির্ধারিত ছক অনুযায়ী দলগুলোকে কোনো অডিট ফার্মের মাধ্যমে তৈরি করা প্রতিবেদন দাখিল করতে হবে।
২০১৫ সালে ২০১৪ সালের হিসাব জমা নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি।

গত বছর ২৪ আগস্ট বিএনপি ২০১৪ সালে বিভিন্ন খাতে দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয় দেখিয়েছে। আর ব্যয় দেখিয়েছে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার টাকা। এতে আয়ের চেয়ে ৬৫ লাখ ৫৪ হাজার ৪২৬ টাকা বেশি ব্যয় দেখিয়েছিল।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয় দেখিয়েছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর ব্যয় দেখিয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।

অর্থাৎ ২০১৪ সালে বিএনপির চেয়ে তিন গুণ বেশি আয় দেখিয়েছিল আওয়ামী লীগ। যদিও ব্যয় বেশিই করেছিল বিএনপি।

ইসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে আওয়ামী লীগের আয়-ব্যয় দু’টোই কম। সে সময় দলটি আয় দেখিয়েছিলো ১২ কোটি ৪০ লাখ টাকা এবং ব্যয় দেখিয়েছিলো ৬ কোটি ৭০ লাখ টাকা।

তবে ২০১৩ সালের চেয়ে বিএনপির আয়-ব্যয় দুটোই ২০১৪ সালে বেড়েছিল। ২০১৩ সালে দলটি ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা আয়ের বিপরীতে ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা ব্যয় দেখিয়েছিলো।

আরপিও অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

এদিক থেকে বাংলাদেশ সাম্যবাদী দলের জন্য এবারই শেষ সময় বলে জানিয়ে ইসি সূত্র। কেননা, দলটি গত দুই বছর ধরে কোনো হিসাব জমা দেয়নি। এছাড়াও বিকল্প ধারা বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গত বছরের হিসাব জমা দেয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top