সকল মেনু

খালেদা ও গয়েশ্বরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৪ জুলাই

images_15602হটনিউজ২৪বিডি.কম : মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির সংক্রান্ত মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির স্থায়ি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৪ জুলাই। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা কোনরূপ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আব্দুল্লা আল মাসুদ মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত মর্মে তারিখ ধার্য্য করেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধুকে কটুক্তি করে কথা বলায় মামলা করা হয়েছে।

অন্যদিকে গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।

গত ৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top