সকল মেনু

৩২ দিন পর আজ খোলা হয়েছে যবিপ্রবি

24537_1রিপন হোসেন, যশোর থেকে:টানা ৩২ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে খুলে দেয়া হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই সাথে খুলে দেয়া হয়েছে চারটি আবাসিক হল। এক মাসেরও বেশি সময় পর সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আবদুস সাত্তার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন কয়েক দফায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে। আর কোন সমস্যা হবে না এমন আশ্বাস পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে। এরই প্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে।

গত ১২ জুন এক কর্মচারির সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডার জের ওই কর্মচারির ইন্ধনে এলাকাবাসী শিক্ষার্থীদের উপর হামলা চালালে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top