সকল মেনু

নতুন প্রজন্ম শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ও নজরুল’র আদর্শে আদর্শিত হতে হবে

33c4167e-f563-463e-a753-0adbd807e568দিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় নজরুল’ এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমরা প্রতি বছর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তি পালন করি। শুধু পালন করলেই হবে না তার সাথে তাদের চেতনা আমাদের বুকে লালন করতে হবে। আর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শে আদর্শিত হতে হবে। তাহলেই এই দুই কবি আমাদের মাঝে চিরকাল এভাবেই বেচে থাকবে। ১০ জুন দিনাজপুরে কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ এর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জতীয় কবি নজরুল ইসলাম এর জন্মজয়ন্তি -২০১৬ উপলক্ষ্যে আলোচনা সভা, পাঠাগার উদ্ধোধন,বইয়ের মোড়ক উন্মোচন, গুনিজনদের ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্ধোধক’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ সভাপতি প্রফুল্ল রায় সদাশীত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজে দর্শন বিভাগ, বিভাগীয় প্রধান এনামুল হক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম মাসুদুল হক, কবি ও গবেষক উলফাত আলী সরকার, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোপেশ চন্দ্র রায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top