সকল মেনু

ভারতের বিমানবাহী রণতরীতে বিষাক্ত গ্যাসে নিহত ২

India1465617405সারাবিশ্ব ॥ হটনিউজ২৪বিডি.কম : ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার কর্ণাটক রাজ্যের কারওয়ার নৌঘাটিতে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজন নাবিক রয়েছেন। কারওয়ার নৌঘাটিতে ভারতের সবচেয়ে বড় এই রণতরীর মেরামতের কাজ চলছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, স্থানীয় সময় বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে। পয়: নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি পাইপ মেরামতের সময়ে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়লে চার ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন। ২০তলা ভবনের সমান উঁচু বিমানবাহী রণতরীর সবচেয়ে নিচের স্তরে এ মেরামতের কাজ চলছিল। এর মধ্যে দু’জন প্রাণ হারালেও আহত অপর দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে । নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর সদস্য এবং অপরজন মেরামতকারী প্রতিষ্ঠান মেসার্স রয়েল মেরিনের কর্মচারী।

গত চার বছরে ভারতীয় নৌবাহিনী ধারাবাহিক দুর্ঘটনার কবলে পড়েছে। ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস কুঠার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে টহল অভিযান শেষে ফেরার পথে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৩ সালে স্বাধীনতা দিবসের আগের দিন রাশিয়া নির্মিত ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষক ডুবে ১৮ জনের মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top