সকল মেনু

‘খালেদার হাতে রক্তের দাগ, গায়ে মানুস পোড়ানোর গন্ধ’ : ইনু

6-11-290x163হটনিউজ২৪বিডি.কম : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উম্মাদ-পাগল হয়ে গেছেন। যে কোনো ভাবেই ক্ষমতা দখলের জন্য চেষ্টা করছেন। শেখ হাসিনার হাতে উন্নয়নের চাবি। খালেদার হাতে রক্তের দাগ, গায়ে মানুস পোড়ানোর গন্ধ। শেখ হাসিনা্র পাশে মুক্তিযোদ্ধারা, খালেদা জিয়ার পাশে যুদ্ধাপরাধীরা।’

শুক্রবার দুপর ১২টায় নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন। খালেদা জিয়া ও তার সহযোগীরা আগুন সন্ত্রাস, মানুষ পোড়ানো, ষড়যন্ত্রের যোগসাজশকে আড়াল করতেই এ পথ বেঁচে নিয়েছে। সরকার কোনো দোষারোপের রাজনীতি করছেনা, তথ্য প্রমাণের ভিত্তিতে বলছে।’

গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ সরকারের কাছে আছে দাবি করে তিনি বলেন, ‘গুপ্ত হত্যা, জঙ্গি সংস্লিষ্টতা, আগুন সন্ত্রাসে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। গুপ্ত হত্যার বিষয়ে বিএনপি রহস্যজনক বিবৃতি দিচ্ছে। ধারাবাহিক ভাবে সন্দেহজনক অবস্থান নিয়েছে। পরিচ্ছন্ন আবস্থান নেয়নি।’

পুলিশের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন গুপ্ত হত্যা ঘটে. তখন একটু ধৈর্য ধরবেন। একটি ছাড়া সবগুলোর আসামি ধরা পরেছে। পুলিশ গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সমর্থ হয়েছে। মিত্যু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করেছে। আশা করছি মিতু হত্যার রহস্য ও জড়িতদের দ্রুত খুঁজে বের করতে পারবে পুলিশ।’
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ জাসদের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top