সকল মেনু

রমজানে বিকাশ পেমেন্টে ২০% ক্যাশব্যাক

21-1-290x163হটনিউজ২৪বিডি.কম : দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর গ্রাহকরা রমজান মাসে ১৬ হাজারেরও বেশি দোকানে কেনাকাটার মূল্য বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এই অফারের আওতায় গ্রাহকরা দেশের ৬১টি নামি ব্র্যান্ডের ৬৪৭ আউটলেটের পাশাপাশি পাড়া/মহল্লার ক্ষুদ্র দোকানগুলিতেও বিকাশ দিয়ে কেনাকাটা করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত।

বৃহস্পতিবার (০৯ জুন) বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিকাশ দিয়ে কেনাকাটায় অতিরিক্ত কোন চার্জ প্রদান করতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ব্যাক অ্যামাউন্ট জমা হবে। বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহণ করা যাবে।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশে বিরতিহীনভাবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে। বিকাশ-ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top