সকল মেনু

রাজধানীতে নারীসহ নাইজেরিয়ান হ্যাকার গ্রেফতার

arest_14533হটনিউজ২৪বিডি.কম : রাজধানীর ভাটারা এলাকা থেকে ইমেইল অ্যাকাউন্ট হ্যাককারী চক্রের বাংলাদেশি নারীসহ নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। বুধবার রাতে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলো- কিংসলে লিভিং স্টোন (নাইজেরিয়ান নাগরিক) এবং সোনিয়া শারমিন (বাংলাদেশি)। এরা দীর্ঘদিন ধরে ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে টাকা হাতিয়ে নিচ্ছিল।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিটির প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি আরো জানান, বুধবার রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এদের মূল টার্গেট ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top