সকল মেনু

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সুড়ঙ্গ তৈরি করবে চীন

4আন্তর্জাতিক ডেসস্ক : চীন ৪ হাজার ২শ কোটি ডলার ব্যয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সুড়ঙ্গ তৈরি করবে। ১২৩ কিলোমিটার(৭৬ দশমিক ৪ মাইল)দীর্ঘ এ সুড়ঙ্গ তৈরি করা হবে লিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বের দালিয়ান বন্দর থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় শ্যানডং এর ইয়ান্টি শহর পর্যন্ত। চীনের ইকোনোমিক নেট ওয়েবসাইট একথা জানিয়েছে। ১২৩ কিলোমিটার(৭৬ দশমিক ৪ মাইল) দৈর্ঘ্যের এ সুড়ঙ্গ ছাড়িয়ে যাবে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সুড়ঙ্গ জাপানের সেইকানকে, যার দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার। তবে এ সুড়ঙ্গ তৈরির কাজ কখন শেষ হবে তা জানানো হয়নি খবরে। দীর্ঘতম এ সমুদ্র সুড়ঙ্গের পরিকল্পনার প্রস্তাব প্রথম ঘোষণা করা হয়েছিল ১১৯৪ সালে।১ হাজার কোটি ডলার ব্যয়ে এর নির্মাণ কাজ ২০১০ সালের আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল।কিন্তু ২০ বছরেরও বেশি সময় ধরে সুড়ঙ্গ তৈরির এ প্রকল্প শুধু পরিকল্পনার স্তরেই সীমাবদ্ধ থাকে। স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এ সুড়ঙ্গ দুই অঞ্চলের মধ্যের ৬২০ মাইল দূরত্ব কমিয়ে আনবে। চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর সদস্য ওয়াং মেংশু জানিয়েছেন, ১২ বছরেই এর স¤পূর্ণ ব্যয়ভার উঠিয়ে আনা সম্ভব। এ সুড়ঙ্গ থেকে প্রতি বছর আনুমানিক ২ হাজার কোটি ইউয়ান বাজস্ব আয় হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top