সকল মেনু

জাপার কমিটিতে ৯ উপদেষ্টা, ১৮ ভাইস চেয়ারম্যান

japa-290x181হটনিউজ২৪বিডি.কম : জাতীয় পার্টির নতুন কমিটিতে ৯ উপদেষ্টা ও ১৮ ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার তাদের নাম ঘোষণা করেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টারা হলেন- এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি (সংসদ), আ ন ম শাহজাহান (শিক্ষা), রিন্টু আনোয়ার (প্রচার), সিরাজুল ইসলাম চৌধুরী (শিল্প), মেরিনা রহমান (সমবায়), সৈয়দ দিদার বখত্ (তথ্য), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (বিচার বিভাগ), ব্যারিস্টার দিলারা খন্দকার ( মহিলা ও শিশু ) এবং সোমনাথ দে (সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা)।

ভাইস চেয়ারম্যানরা হলেন- মোরশেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, মো. নুরুল আমিন শানু, ড. আনোয়ার চৌধুরী জীবন, এম এ তালহা, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, মাহজাবীন মোরশেদ এমপি, মো. নুরুল ইসলাম মিলন এমপি, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, শেরীফা কাদের, খন্দকার আব্দুস সালাম, সালাউদ্দিন আহমেদ, কোরবান আলী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, অ্যাডভোকেট একরামুল হক, শামসুল আলম মাস্টার এবং এটিএম গোলাম মাওলা চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top