সকল মেনু

ইরাকে রোজাদারদের ওপর বোমা হামলা, নিহত ৩১

1আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরপূর্বাঞ্চলীয় মিশ্র গোত্র অধ্যুষিত শহর কিরকুকে একটি চা পানের দোকানে বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শহরটি রাজধানী বাগদাদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে। শুক্রবার কিরকুকের ওয়াহেদ হুজেইরান এলাকায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। রোজাদাররা ইফতার শেষে ওই চায়ের দোকানে এসে জমায়েত হয়েছিল। এ সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে দোকানটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়।
বোমা হামলার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বলেন, আমি দোকান (চায়ের দোকান) থেকে বের হয়ে অপর পাশে আমার দোকানে যাই, এর পরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আমি অল্পের জন্য বেঁচে যাই। বিস্ফোরণের ধাক্কায় আমার দোকানের সামনের কাঁচের অংশটি উড়ে যায়। ভাঙা কাঁচের টুকরায় আমি আহত হই। বিস্ফোরণ স্থলে ফিরে গিয়ে দেখি লাশ আর লাশ, এর মধ্যে কয়েকটি লাশ এমন ভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে যে সেগুলো আর চেনাই যাচ্ছে না, বলেন তিনি।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে সংখ্যাগরিষ্ঠ শিয়াদের প্রভাব কমানোর লক্ষ্যে সংখ্যালঘু সুন্নিদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এর আগের দিন বৃহ¯পতিবারও সন্ধ্যা পর্যন্ত সারা দেশজুড়ে চালানো বিভিন্ন বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছিল।
কিন্তু রাতে বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে দুজাইল শহরে একটি শিয়া মসজিদ লক্ষ করে আরো একটি গাড়িবোমা হামলা চালানো হয়। এতে আরো অন্তত ২২ জন নিহত হলে মোট নিহতের সংখ্যা অন্তত ৬৬ জনে গিয়ে দাঁড়ায়।
রাতভর আরো কয়েকটি হামলায় আরো কয়েজন নিহত হলে নিহতের মোট সংখ্যা রাত শেষে ৭৬ জনে গিয়ে ঠেকে বলে জানিয়েছে পুলিশ। জাতিসংঘের হিসাবমতে শুধু জুন মাসেই ইরাক জুড়ে এ ধরনের জঙ্গি হামলায় অন্তত ৭শ ৬১ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরপূর্বাঞ্চলীয় মিশ্র গোত্র অধ্যুষিত শহর কিরকুকে একটি চা পানের দোকানে বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শহরটি রাজধানী বাগদাদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে। শুক্রবার কিরকুকের ওয়াহেদ হুজেইরান এলাকায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। রোজাদাররা ইফতার শেষে ওই চায়ের দোকানে এসে জমায়েত হয়েছিল। এ সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে দোকানটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়।
বোমা হামলার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বলেন, আমি দোকান (চায়ের দোকান) থেকে বের হয়ে অপর পাশে আমার দোকানে যাই, এর পরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আমি অল্পের জন্য বেঁচে যাই। বিস্ফোরণের ধাক্কায় আমার দোকানের সামনের কাঁচের অংশটি উড়ে যায়। ভাঙা কাঁচের টুকরায় আমি আহত হই। বিস্ফোরণ স্থলে ফিরে গিয়ে দেখি লাশ আর লাশ, এর মধ্যে কয়েকটি লাশ এমন ভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে যে সেগুলো আর চেনাই যাচ্ছে না, বলেন তিনি।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে সংখ্যাগরিষ্ঠ শিয়াদের প্রভাব কমানোর লক্ষ্যে সংখ্যালঘু সুন্নিদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এর আগের দিন বৃহ¯পতিবারও সন্ধ্যা পর্যন্ত সারা দেশজুড়ে চালানো বিভিন্ন বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছিল।
কিন্তু রাতে বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে দুজাইল শহরে একটি শিয়া মসজিদ লক্ষ করে আরো একটি গাড়িবোমা হামলা চালানো হয়। এতে আরো অন্তত ২২ জন নিহত হলে মোট নিহতের সংখ্যা অন্তত ৬৬ জনে গিয়ে দাঁড়ায়।
রাতভর আরো কয়েকটি হামলায় আরো কয়েজন নিহত হলে নিহতের মোট সংখ্যা রাত শেষে ৭৬ জনে গিয়ে ঠেকে বলে জানিয়েছে পুলিশ। জাতিসংঘের হিসাবমতে শুধু জুন মাসেই ইরাক জুড়ে এ ধরনের জঙ্গি হামলায় অন্তত ৭শ ৬১ জন নিহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top