সকল মেনু

তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট রবিবার

19141055571_14178_14258হটনিউজ২৪বিডি.কম : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আগামী রবিবার দিতে পারবেন বলে আশা করছেন তদন্ত দলের সদস্যরা।

মঙ্গলবার তনুর ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, তনুর পূর্ণাঙ্গ ডিএনএ প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। তদন্ত বোর্ডের সদসদ্য ডা. ওমর ফারুক মামলায় সাক্ষ্য দিতে কুমিল্লার বাইরে রয়েছেন। তবে উক্ত রিপোর্ট বিশ্লেষণ করে গঠিত মেডিকেল বোর্ডের সভায় সিদ্ধান্ত নিয়ে আগামী রবিবার দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট দিতে পারব বলে আশা করছি।

মঙ্গলবার দুপুরে সিআইডির এসআই মোশাররফ হোসেন ও কনস্টেবল শাহ আলম ডিএনএ রিপোর্ট জমা দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top