সকল মেনু

পার্বতীপুরে উপবৃত্তির দাবীতে মানববন্ধন

index রাইসুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর :  দিনাজপুরের পার্বতীপুরে কারিতাস আলোঘর শিক্ষা কেন্দ্রের শতাধিক ছাত্র-ছাত্রী উপবৃত্তির দাবীতে মানববন্ধন করেছে। আজ সোমবার সকাল ১১ থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পার্বতীপুর কেন্দ্রীয় বাসার্মিনাল চৌরারাস্তা মোড়ে এ মানববন্ধনে শিক্ষক ও অভিভাবক অংশ গ্রহন করে। ইউরোপীয়ন ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের এর আর্থিক সহযোগীতায় পার্বতীপুরে  ১০টি আলোঘর শিক্ষা কেন্দ্রের আওতায়ধীন দরিদ্র জনগোষ্ঠীর ঝড়ে পড়া, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী ৪৩১ জন ছাত্র-ছাত্রী উপবৃত্তি পাচ্ছেনা। বক্তরা বলেন, সরকারী সুযোগ সুবিধা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।
রমেন মূর্মূ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প সমন্বয়কারী (ইএসডিও) রফিকুল ইসলাম, কারিতাস আলোঘর টেকনিক্যাল অফিসার শ্যামলী এফ রোজারিও শিক্ষা সুপারভাইজার বেঞ্জামিন মার্ডি, ব্যবস্থাপনা কমিটির সদস্য যোতিন হেব্রম, ও শিক্ষক বুদাইন সরেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top