সকল মেনু

কোপা আমার জন্য বিশেষ টুর্নামেন্ট: মেসি

15-4-290x163খেলাধুলা ॥ হটনিউজ২৪বিডি.কম : দীর্ঘ ২২ বছরে বড় কোনো শিরোপা জিতেনি আর্জেন্টিনা। এটা বেশ পোড়াচ্ছে দেশটির ফুটবল ভক্তদের। তার চেয়েও বড় কথা, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির মতো খেলোয়াড় দলে থাকতে আর্জেন্টিনার নামের পাশে এমন তথ্য বেমানানই বটে। এটা বলার অপেক্ষা রাখে না যে বার্সেলোনা সুপারস্টারের কাছে এমনটা ভালো লাগছে না।

তাই যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার শিরোপায় চোখ রাখছেন মেসি। জানালেন, এটা তার জন্য বিশেষ একটি টুর্নামেন্ট। ১৯৯৩ সাল থেকে শিরোপা খরা ঘোচানোর ঘোষণা দিয়ে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আর্জেন্টিনা ২২ বছর ধরে বড় কোনো শিরোপা জিততে পারেনি। এই গ্লানি আমরাও বহন করছি। এর সমাপ্তি চাই। তাই এবারের কোপা আমেরিকা আমার জন্য বিশেষ একটি টুর্নামেন্ট। গত বছর ফাইনালে (চিলির কাছে) আমরা হেরে গিয়েছিলাম। যে কারণে আর্জেন্টিনার জন্য এটা জিততে চাই।’

সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন মেসি। জিতেছেন স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রের শিরোপা। মৌসুমের মাঝপথে কিছু ফর্মহীনতায় ভুগলেও শেষ দিকে দুর্দান্ত ফর্মে ফিরেছেন মেসি। তবে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার চিলির বিপক্ষে ‘ফাইনালের’ প্রতিশোধের ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার পরিবর্তে খেলার কথা রয়েছে গাইতানের।

রোববার একা একা অনুশীলন করেছেন মেসি। আজ (সোমবার) ভক্তদের সুসংবাদ দিলেন তিনি। বলেন, ‘চোট খুব একটা বেশি না। এখন বেশ ভালোই অনুভব করছি।’ যুক্তরাষ্ট্রের সান্টা ক্লারায় বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top