সকল মেনু

নতুন দূতাবাস চালু করা হচ্ছে আরো ৭টি দেশে

govt_14091হটনিউজ২৪বিডি.কম : বিশ্বের আরো ৭টি দেশে নতুন দূতাবাস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, যে ৭টি দেশে নতুন দূতাবাস চালু করা হবে এগুলো হলো- আফগানিস্তান (কাবুল), সুদান (খার্তুম), সিয়েরালিওন (ফ্রিটাউন), ভারত (গুয়াহাটি ও চেন্নাই), অস্ট্রেলিয়া (সিডনী ও কানাডা (টরন্টো)।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পৃথিবীর মোট ৫৬টি দেশে বাংলাদেশের ৭২টি দূতাবাস, কনস্যুলেট, উপ-হাইকমিশন ও সহকারী হাইকমিশন রয়েছে। তিনি বলেন, নাইজেরিয়ার আবুজা, আলজেরিয়ার আলজিয়ার্স ও রুমানিয়ার বুখারেস্টে শিগগিরই বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top