সকল মেনু

জয়ে শুরু মেক্সিকো-ভেনিজুয়েলার

jamaica-ecuador_13906স্পোর্টস ॥ হটনিউজ২৪বিডি.কম : জয় দিয়ে কোপা আমেরিকা কাপের শতবর্ষ আয়োজন শুরু করেছে মেক্সিকো ও ভেনিজুয়েলা।
‘সি’ গ্রুপের ম্যাচে রোববার উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে মেক্সিকো। আর ১০ জন নিয়ে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ভেনিজুয়েলা।

প্রথমার্ধের ৪ মিনিটে আলভেরো পেরেরার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সবচেয়ে বেশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ডিয়েগো গডিনের গোলে সমতায় ফেরে তারা।

৮৫ মিনিটে অধিনায়ক রাফায়েল মার্কেজ মেক্সিকোর ব্যবধান বাড়ান। আর যোগ করা সময়ে হেরেরার গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচে অবশ্য শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পরপরই দ্বিতীয় লাল কার্ড দেখে বিদায় নেন মাটিয়াস ভ্যাসিনো।

প্রথমার্ধ তাদের ১০ জন নিয়েই লড়াই চালিয়ে যেতে হয়। দ্বিতীয়ার্ধে মেক্সিকোও ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ডের যোগ ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আন্দ্রেস গুয়ারডো। সেই ফ্রি-কিক থেকেই দলকে সমতায় ফেরান গডিন, যেটি শেষ পর্যন্ত বিফলে গেছে।

অন্য ম্যাচে প্রথমার্ধের ১৫ মিনিটে ভেনিজুয়েলার হয়ে একমাত্র গোল করেন জোসেফ মার্টিনেজ। তবে শুরুতেই তারা ১০ জনের দলে পরিণত হয়। লাল কার্ডের খাড়ায় কাটা পড়ে মাঠ ছাড়েন মিড-ফিল্ডার রুডলফ অস্টিন।

এরপরও ভেনিজুয়েলার বিপরীতে দারুণ লড়াই করেছে ক্যারিবীয়ান দ্বীপ দলটি। এদিন নিয়মিত অধিনায়ক ও ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড় ওয়েসলি মরগানকে ছাড়াই মাঠে নামে জ্যামাইকা।
হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত খেলায় ফিরতে পারেনি কোচ সলোমন রনডোনের শিষ্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top