সকল মেনু

ঈদের পরেই ডিসিসি নির্বাচনের তফসিল

EC-on-DCCহটনিউজ২৪বিডি.কম:একে একে পাঁচ সিটি করপরেশনের নির্বাচন হয়ে গেল। জাতীয় নির্বাচনের আগে কমিশনের হাতে এখন আর বড় কোনো নির্বাচন নেই – একটি ছাড়া। সেটি ঢাকার সিটি করপরেশন। সবার মনে প্রশ্ন: কবে হবে এই নির্বাচন? ১১ বছর তো হয়ে গেল। আর কত অপেক্ষা। কমিশন বলছে, সামান্য কিছু জটিলতা এখনও থেকে গেছে। সেটি দ্রুতই সেরে ফেলছেন তারা। ঈদের পরেই তফসিল।
আদালতের নিষেধাজ্ঞা উঠে গেছে। সুলতানগঞ্জ নামে একটি এলাকার সীমানা নিয়ে জটিলতা বাধলে তাও কেটে গেছে। তবে সে সময়ই জটিলতা উঁকি দেয় পাশের আরো তিনটি ওয়ার্ডের সীমানা নিয়ে। সুলতানগঞ্জকে দক্ষিণ সিটির ৫৭ নন্বর ওয়ার্ডে ফেললেও ৫৫, ৫৬ ও ৫৭ এই তিনটি ওয়ার্ডকেই ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়নি। আর সেই কাজটিই রোজার মাসের মধ্যে শেষ করতে স্থানীয় সরকার বিভাগকে বলেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, সীমানা সঠিকভাবে বিন্যস্ত না থাকার কারণেই তাদের কর্মকর্তারা এই তিন এলাকার ভোটার তালিকার সিডি প্রকাশ করতে পারছে না। বাকি সব কাজই শেষ তাদের।
উত্তর সিটি করপোরেশনে এধরনের কোন জটিলতা না থাকলেও ভোটের দিনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই এই দুই সিটির নির্বাচন একই দিনে করতে চায় কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top