সকল মেনু

তামাক প্রস্তুতকারক কোম্পানির কর বাড়লো, কমলো পোশাকশিল্পে

6নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২ জুন : আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পাবলিকলি ট্রেডেড কোম্পানি ও নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানির কর হার (কর্পোরেট কর) অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তবে বিড়ি, জর্দা, গুলসহ তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানির কর হার সিগারেট প্রস্তুতকারকের অনুরূপ ৪৫ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

তৈরি পোশাকশিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ খাতের কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা করেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top