সকল মেনু

ফতুল্লায় মাশরাফি তাণ্ডব

৩০ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মে : ঢাকা প্রিমিয়ার লিগে কিছুদিন আগেই করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এবার বল হাতে জলে উঠলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার কলাবাগানের হয়ে চালালের বোলিং তাণ্ডব।  লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক নিয়েছেন ৬ উইকেট। মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ফতুল্লায় ১৯১ রানে গুটিয়ে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা রূপগঞ্জ।  ১০ ওভারে ৪২ রান দিয়ে মাশরাফি নিয়েছেন ৬ উইকেট।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি মাশরাফির দ্বিতীয় ৬ উইকেট। আগের বার পেয়েছিলেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ৬ উইকেট নিয়েছিলেন ২৬ রানে।

দুই বার ৬ উইকেটের বাইরে লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির ৫ উইকেট আছে একবার। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডেতে খুলনার হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

সোমবার ফতুল্লায় পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন মাশরাফি। দারুণ ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন এদিনও থিতু হয়ে গিয়েছিলেন উইকেটে। প্রথম ওভারেই তাকে আউট করেন মাশরাফি। প্রথম স্পেলে নিয়েছেন ফর্মে থাকা মোশাররফ হোসেনের উইকেটও।

প্রথম ৭ ওভারে উইকেট ছিল ওই দুটিই। শেষ দিকে উইকেট নিয়েছেন জোড়ায় জোড়ায়। সাজ্জাদুল হক ও নাহিদুল ইসলামকে আউট করছেন পর পর দুই বলে। ইনিংসের ৪৯তম ও নিজের শেষ ওভারে নিয়েছেন আরও ২ উইকেট। বিপজ্জনক আলাউদ্দিন বাবুকে ফিরিয়ে পূর্ণ করেছেন পঞ্চম উইকেট। ১০ ওভারের কোটার শেষ বলে আউট করেছেন মেহেদি হাসান রানাকে।

এবারের লিগে এই প্রথম ৬ উইকেট পেলেন কোনো পেসার। এর আগে ৬ উইকেট পাওয়া বাকি দুজনই স্পিনার। লিগের প্রথম দিনে ৩৪ রানে ৬ উইকেট পেয়েছিলেন আবাহনী লেগ স্পিনার জুবায়ের হোসেন। পরে ৩৫ রানে ৬টি নিয়েছিলেন ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চতুরঙ্গা ডি সিলভা।

এবারের লিগে উইকেট নিয়মিতই পাচ্ছেন মাশরাফি। এর আগে ৪ উইকেট পেয়েছিলেন এক বার। ৯ ম্যাচে উইকেট এখন ২০টি। লিগের উইকেট শিকারিদের তালিকায় আপাতত আছেন দুই নম্বরে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top