সকল মেনু

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুলিশের

২৭আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মে :  ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ ‘ব্যক্তিগত কাজে’ খরচের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। এ জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করেছে পুলিশ। খবর ফক্স নিউজ।

রোববার দেশটির পুলিশ জানায়, নেতানিয়াহুর স্ত্রী সারা নিয়াহুর বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদনে প্রসিকিউটরদের কাছে জমা দিয়েছে। তারাই এখন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া যায়।

সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অসুস্থ বাবার চিকিৎসা বিল রাষ্ট্রীয় তহবিল থেকে পরিশোধ করেছেন, যদিও তিনি আইন অনুসারে এটা পাবার যোগ্য নন। এ ছাড়া সরকারি টেন্ডারের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা নিজেদের ব্যক্তিগত বাড়ির জন্য সরকারি টাকায় ইলেকট্রিশিয়ার ভাড়া করেছেন এবং বিলাসী খাবার কিনেছেন। ফক্স নিউজ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top