সকল মেনু

বিশ্বের উঁচুতম ম্যারাথনে নেপালি সেনার জয়

২৪আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মে : মাউন্ট এভারেস্টে বিশ্বের সবেচেয়ে উঁচু ম্যারাথনে জয় পেয়েছে বেদ বাহাদুর সুনুওয়ার নামে নেপালি এক সেনা। এই ম্যারাথনে স্থানীয় ও বিদেশিসহ দেড়শো জনের বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যারাথনটি শুরু হয়েচে নেপালের বেজ ক্যাম্প থেকে। বিজয়ী বেদ বাহাদুর চার মিনিট ১০ সেকেন্ড সময়ে দুই হাজার মিটার নিচুঁতে নেমেছিলেন।

২৯ বছর বয়সী বেদ বাহাদুর বলেছেন, রাস্তাটি চ্যালেঞ্জিং হলেও দারুণ ছিল। বিজয়ী হতে পেরে আমি গর্বিত।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৩০ জন প্রতিযোগীর সঙ্গে ৩০ জনের মতো স্থানীয় রানার্স প্রতিযোগিতায় অংশ নেন।

২০১৫ সালে নেপালে বড় ধরনের ভূমিকম্পের আঘাত ও ২০১৪ সালে হিমবাহ ধসে ১৬ জন নিহত হওয়ার পর প্রথমবারের মতো এভারেস্ট আরোহণ করার মৌসুম চলছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top