সকল মেনু

সংঘাতের পথ ছেড়ে সমঝোতায় আসুন-প্রধানমন্ত্রীকে মওদুদ

image_45464_0 (1)স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম: প্রধানমন্ত্রীকে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার দিকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করব নতুবা রাজনীতির মূল স্রোতধারা থেকে আপনারা হারিয়ে যাবেন। ভুল যা করেছেন তা শোধরানোর সুযোগ নেই শুধু অনুসোচনা করুন।’

মওদুদ বলেন, ‘এই সরকারের সামনে এখন দুটি পথ একটি হলো সংঘাত অন্যটি সমঝোতা। সংঘাতের পথ নিলে পরিণতি হবে আরো ভয়ঙ্কর ও করুণ।’

শুক্রবার সকালে জাতীয় পেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top