সকল মেনু

নারায়ণগঞ্জে সাত খুন, পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৬ জুন

১৩নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মে :  নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ নেয়া হয়।

এর আগে সকাল ১০টার দিকে প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য ও জেরা শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন জানান, আজ ছয় জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহূত হন। তিন দিন পর ছয়জন ও পরদিন আরো একজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা হয়।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top