সকল মেনু

সিরাজগঞ্জে নাট্যকলা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

40bf46f9-ea3b-4723-8e1e-ba30f1f6201a সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপি নৃত্য ও নাট্যকলা বিষায়ক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার বিকেলে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে কর্মশালার শুভ উদ্ধোধন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক ড.জান্নাত আলা তালুকদার হেনরি। জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কবি টি এম মোয়াজ্জেম হোসেন,মুক্তিযোদ্ধা ও কবি মান্না রায়হান,উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম লিমন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি কমিটির সদস্য সাংবাদিক হীরক গুণ। অনুষ্ঠান পরিচলানা করেন নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর। এসময় আরো বক্তব্য রাখেন প্রশিক্ষনের প্রশিক্ষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্ট্যাডিস বিভাগের সহকারি অধ্যাপক আল জাবির, এবং যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের ইন্সট্রাকটর সিম্বা হায়দার। প্রশিক্ষণে নৃত্য এবং নাটক মিলিয়ে বিভিন্ন সংগঠনের প্রায় ১শত ৫০ জন প্রশিক্ষনার্থি প্রশিক্ষন গ্রহন করছে। ৩০ মে থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে ৫ জুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top