সকল মেনু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাবমেরিনের খোঁজ: মিলল ৭৩ জনের দেহ

sabmerinআন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হঠাৎ উধাও হয়ে যাওয়া ডুবোজাহাজের সন্ধান পাওয়া গেল ৭৩ বছর পর । জানা গেছে, ইতালির উত্তর-পূর্বে সারদিনিয়া উপকূলে তাভোলারা দ্বীপে কাছে সমুদ্রের ১০০ মিটার গভীরে সন্ধান মেলে এই ডুবোজাহাজটির ৷ ডুবে জাওয়ার সময়ে থাকা ৭৩ জন নাবিকের দেহও পাওয়া গিয়েছে উদ্ধার হওয়া জাহাজটিতে ৷
জানা গেছে, ১২৯০ টন ওজনের ওই জাহাজটি ১৯৪২ সালের ২৮ ডিসেম্বর মালটা থেকে রহনা দিয়েছিল ৷ লা মেন্ডেলিনা জাহাজ ঘাঁটিতে থাকা দুটি ইতালিয়ান জাহাজকে ধ্বংস করেছিল৷ এরপর ৩১ ডিসেম্বর সেটি শেষ সিগন্যাল পাঠায়৷
প্রাশাসনীক সূত্রে খবর যে, ২ জানুয়ারী ১৯৪৩ এর পর থেকে জাহাজটির আর কোনও চিহ্ন পাওয়া যায়নি৷ তবে, উদ্ধার হওয়ার পর জাহাজটিকে পুক্ষানুপুক্ষ পরীক্ষা করে বিশেষ বড়ো কোনও ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা৷ রয়্যাল নেভির এক আধিকারীক জানিয়েছেন যে, আসলেই এই ডুবোজাহাজটি রয়্যাল নেভির কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top